how to use alex cough syrup,price, Composition,dosage / alex syrup sugar free

Alex Syrup helps in the treatment of dry cough.is a combination of three drugs, namely- Chlorpheniramine (antihistamine), Phenylephrine (decongestant) and Dextromethorphan (cough suppressant). Chlorpheniramin.


সকল সম্মানিত দর্শকবৃন্দ কে স্বাগতম জানিয়ে আজকে আপনাদের সঙ্গে ALEX syrup সম্পর্কে ডিটেইলস এ আলোচনা করা হবে।


Blog টিতে আপনাদের সঙ্গে আলোচনা করা হবে?

1.সিরাপটি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহৃত করা হয়?  

2.এই সিরাপ টি কত দাম? এবং 

3.এই সিরাপ কোন কোম্পানি দ্বারা তৈরি হয়েছে?

4.সিরাপটিতে কি কি composition দিয়ে তৈরি হয়েছে?

 সেই সম্পর্কেও জানতে পারবেন আমাদের এই blog এ।


অবশ্যই দর্শকবৃন্দ blogটিতে সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করুন তাহলেই সিরাপটি সম্পর্কে আপনি সমস্ত বিষয়টি বুঝতে পারবেন।


বন্ধুরা অনস্ক্রিনে যে syrup টি আপনি দেখতে পাচ্ছেন এই---------- 

*সিরাপ টি নাম হচ্ছে- Alex Syrup .

*এই সিরাপ টি তৈরি করেছে-Glenmark 

                                                      Company.

*এবং আপনাদের যাদের সুগার আছে সুগারের পেশেন্ট এর ক্ষেত্রেও এই সিরাপ খাওয়া যাবে অর্থাৎ সম্পূর্ণ sugar free এই সিরাপটি।


যেখানে আপনারা কম্পোজিশন স্বরূপ দেখতে পাচ্ছেন-

Phenylephrine + Chlorpheniramine Maleate + Dextromethorphan Hydrobromide.


এছাড়াও এই সিরাপটা এর market price এবং MRP হচ্ছে-118টাকা


কম্পোজিশন স্বরূপ যদি আপনাকে আরেকটু ডিটেইলস বলা যায়-

Phenylephrine (5mg/5ml) + Chlorpheniramine Maleate (2mg/5ml) + Dextromethorphan Hydrobro


**বন্ধুরা Sam কম্পোজিশনের বিভিন্ন রকম সিরাপ কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যেতে পারেন, সমস্ত সিরাপ একই কাজ শুধুমাত্র কোম্পানি আলাদা আলাদা তৈরি করেছে এইটাই ডিফারেন্স।
এরপর বন্ধুরা আপনাদেরকে বলবো এই সিরাপ একটি কফ সিরাপ, শুষ্ক কাশি থেকে মুক্তি দেয়, যেটা আপনারা দেখতে পেলেন যে তিনটি কম্পোজিশনের কম্বিনেশনে কিন্তু তৈরি করা হয়েছে।**


এই তিনটি কম্পোজিশন-এর কি কি কাজ করে?

যেখানে,

Phenylephrine -এর কাজ হচ্ছে ছোট রক্তনালিগুলো কে সংকুচিত করে, নাকে সর্দি জমতে বাধা দেয়। 

Chlorpheniramine Maleate- এটি একটি অ্যান্টি অ্যালার্জিক কম্পোজিশন যেটা কিনা এলার্জির লক্ষণ গুলি থেকে হেফাজত করে যেমন নাক দিয়ে কাঁচা পানি পড়া, অতিরিক্ত হাঁচি,  সেগুলি থেকে ঠিক রাখে।

Dextromethorphan Hydrobromide -এই কম্পোজিশন টি অতিরিক্ত পরিমাণে কফ বসে গিয়ে কাশি কে দমন করে।


এছাড়াও সিরাপটি কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে?












 সম্মানিত বন্ধুরা, যেহেতু সিরাপটি একটি cough syrup খুসখুসে কাশি থেকে মুক্ত করে, সে ক্ষেত্রে আমাদের শরীরে যখন জীবাণু ঢুকে যায় এবং সেই জীবাণু গুলির ফলে যখন আমাদের সর্দি কাশির সৃষ্টি হয়, এছাড়াও যাদের শরীরে এলার্জি আছে তাদের কিন্তু হালকা ঠান্ডা লাগলে বা জীবাণু শরীরে ঢুকে গেলে সে ক্ষেত্রে কিন্তু
অতিরিক্ত পরিমাণে সর্দি কাশির সম্ভাবনা দেখা দেয়। এইরকম সর্দি কাশি হতে হতে কিন্তু এক সময় বুকে অতিরিক্ত পরিমাণে কফ জমে  যায়, তখন ডাক্তার বাবু দাঁড়া এই কফ সিরাপ গুলি কিন্তু আমাদের খেতে বলে।


এরপর জানবো সিরাপটি কত বছর বয়স থেকে খাওয়া যেতে পারে?

বিশেষ করে এই সিরাপটা কিন্তু বড়দের ক্ষেত্রে ব্যবহার করা হয়, 15 বছরের উপরে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে এই syrup টি খাওয়া যেতে পারে।

এছাড়াও বাচ্চাদের জন্য কিন্তু ড্রপ মার্কেটে আপনারা পেয়ে যেতে পারেন।


সিরাপটি ছেলেদের ক্ষেত্রে 10ml 

করে দিনে দুবার করে খাওয়া যেতে পারে,

এবং মেয়েদের ক্ষেত্রে 5ml 

করে দিনে দুবার করে খাওয়া যেতে পারে।


  এছাড়াও যদি আপনাদের আরও অনেক কিছু জানার প্রয়োজন থাকে তাহলে ডক্টর বাবু সঙ্গে আপনারা পরামর্শ নিতে পারেন, এবং বিশেষভাবে আপনাকে আরেকটি কথা বলব এই সিরাপটি ডাক্তারবাবু সঙ্গে পরামর্শ নিয়ে প্রেসক্রিপশন


লিখলে তার পরে কিন্তু আপনারা যে কোনো ফার্মেসীতে এর দোকান থেকে কিনে খেতে পারেন। ।

ভিডিওটি দেখে কোন ঔষধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়না। 

বন্ধুরা আশাকরি ব্লগ টি সম্পর্কে আপনার ডিটেইলস জানতে পেরেছেন। এবং যতটা সম্ভব আপনাদের সঙ্গে বোঝানোর চেষ্টা করলাম, আমি আশা রাখবো আপনারা বুঝতে পেরেছেন, এছাড়াও যদি আপনাদের আরো অন্যান্য প্রশ্ন থাকে তাহলে ভালো কোন doctor Babu সঙ্গে contact করতে পারেন। অবশ্যই blog টি দেখি আপনি উপকৃত হয়েছেন যদি হয়ে থাকেন তাহলে ব্লগ টি কে Like করুন। এবং আপনার মতামত comment box জানাবেন,


এছাড়াও এই ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলের share করে দিন.

                 আবার দেখা হচ্ছে.

অবশ্যই আপনি এবং আপনার পরিবারকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন.❤️



Please do not enter any sperm link in the comment box

Post a Comment

Please do not enter any sperm link in the comment box

Post a Comment (0)

Previous Post Next Post