Sinarest New Tablet-Uses, Side Effects, Price, dosage | sinarest tablet composition

Sinarest New Tablet-Uses, Side Effects, Price, dosage.

 Sinarest New Tablet is a medicine used in the treatment of common cold symptoms. It provides relief from symptoms such as headache, sore throat, runny nose, muscular pain, and fever.

YouTube Full videohttps://youtu.be/kBa_CNcno2c

Sinarest Tablet টি-৩ টি কম্পোজিশনের কম্বিনেশনে তৈরি করা হয়েছে, যেখানে-

Chlorpheniramine Maleate (2mg) + Paracetamol (500mg) + Phenylephrine (10mg) আছে।



ঔষধ টি কে তৈরি করেছে- Centaur Pharmaceuticals Pvt Ltd, যার দাম ও MRP- হলো_ 91 টাকা।

*এক পাতায় 15 টি ঔষধ থাকে।


Sinarest Tablet টির সঠিক ব্যবহার কি?


প্রথমত ট্যাবলেটটি ভিন্ন ভিন্ন কম্পোজিশনের কম্বিনেশনে তৈরি,

সুতরাং এক কথায় আপনাদেরকে বলবো এটি একটি সর্দি-কাশি রোগের চিকিৎসায় ব্যবহৃত করা হয়।

তাছাড়া ঔষধ টি কে সাধারণত ডক্টর বগুড়া প্রেসক্রিপশন করে থাকেন,

সেই সঙ্গে আমাদের (নাক বন্ধ হয়ে গেলে,

প্রচন্ড সর্দি হলে চোখ দিয়ে পানি ঝরা,

সেইসঙ্গে নাক দিয়ে অতিরিক্ত কাঁচা জল পড়া,

গায়ের টেম্পারেচার ও জ্বর,প্রচন্ড মাথা ব্যাথা , 

বুকে প্রচন্ড সর্দি বসে গেলে,প্রচন্ড পরিমাণের খুসখুসে কাশি, সর্দি কে রিলিফ করতে) ইত্যাদি রোগের চিকিৎসা ব্যবহৃত হয়।

                  *ঔষধটি খাওয়ার কিছু মিনিটের মধ্যেই কাজ করা শুরু করে এবং কিছু ঘণ্টা পর্যন্ত ঔষধটি শরীরে কাজ করতে থাকে পরে আবার খেতে হয়,


Sinarest Tablet টি সঠিক খাওয়ার নিয়ম কি?


অবশ্য প্রথমত ডাক্তারবাবুর প্রেসক্রিপশন এর নিয়ম অনুযায়ী আপনারা ব্যবহার করবেন।

       



      তাছাড়া ঔষধটি 14 বছরের উপর থেকে ডক্টর বগুড়া প্রেসক্রিপশন করে থাকেন।


শিশুদের খাবার নিয়ম কি?

শিশুদের ক্ষেত্রে দিনে দুবার করে ব্যবহার করে থাকেন।

খাওয়ার পর নিতে হবে।

প্রাপ্ত বয়স্কদের খাওয়ার নিয়ম কি?

  প্রাপ্তবয়স্ক ক্ষেত্রে দিনে-তিনবার করে খেতে পারেন।

খাওয়ার পর উপযুক্ত।


Sinarest Tablet টির পার্শ্ব প্রতিক্রিয়া ও সাইড ইফেক্ট কি?


সাধারণত ঔষধটি খাওয়ার ফলে আপনার শরীরে যদি বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাহলে সর্বপ্রথম সেই পার্শ্ব-প্রতিক্রিয়া কে কমাতে ডাক্তারবাবু সঙ্গে পরামর্শ নেবেন।

যদি আপনি কিডনি ও লিভারের প্রেসেন্ট হয়ে থাকেন তাহলে ঔষধটি খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ অবশ্যই নেবেন।

সাধারন কিছু সাইড ইফেক্ট এর মধ্যে হল (বমি বমি ভাব হতে পারে, প্রচন্ড এসিডিটি গ্যাস অম্বল দেখা দিতে পারে, এলার্জিক রিএকশন হতে পারে, মাথা ঘোরা ও ঘুম ঘুম ভাব, দেখা দিতে পারবে)

**তবে ঔষধটি খাওয়ার ফলে ভয় বা চিন্তার কোন কারণ নেই।


Sinarest Tablet টি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়?


*প্রিয় দর্শক ঔষধটি নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ড্রিঙ্ক বা মদ্যপান করবেন না,

তার ফলে আপনার শরীরে বিভিন্ন রকম ক্ষতি হতে পারে।


*যে সকল মায়েরা বাচ্চার দুধ পান করেন সেই ক্ষেত্রে ঔষধ খাওয়ার আগে ডক্টর বাবু সঙ্গে পরামর্শ নিতে হবে।

*গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও একই বিষয়ে ঔষধটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে ব্যবহার করবেন, তবে সাধারণত এই ট্যাবলেটটি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় না।


 ➢Sinarest Tablet টি কম্পোজিশন গুলির কি কি কাজ?


১.Chlorpheniramine Maleate:-এটি একটি অ্যান্টি অ্যালার্জিক ঔষধ, মুখ্য কাজ হল নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে কাঁচা জল ধরা, হালকা সর্দি, প্রচন্ড হাঁচি, ভাব কে কমিয়ে ফেলে,

২.Paracetamol:-holo একটি অ্যানালজেসিক ঔষধ, যেটা কিনা জ্বর ও ব্যথা ভাব কে কমিয়ে ফেলে।


3.Phenylephrine :-Nasal decongestant action, রক্তনালীগুলোকে সংকুচিত করে, ফলে শ্বাস-প্রশ্বাস নিতে সুবিধা হয়,


সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করব ব্লক কি করে আপনারা অনেকটাই বুঝতেও জানতে পেরেছেন। যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমাদের এই ব্লগ পেজটিকে ফলো করতে পারেন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।


এবং blog টি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন।

অবশ্যই আপনি এবং আপনার পরিবারের সকলে ভাল থাকুন. নতুন আরেকটি blog নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী blog a. 

➥Thanks You ♥️♥️♥️♥️


online shopping for madicine-

🔥All Items- https://amzn.to/3InmFQL


🔥All Medicine- https://amzn.to/358Mfu


🔥Top Item Product- https://amzn.to/3InsTQ


🔥My Microphone- https://amzn.to/3ssb6T


🔥My Camera- https://amzn.to/3phHWn


🔥My Mobile Phone-https://amzn.to/3HlPhb







Please do not enter any sperm link in the comment box

Post a Comment

Please do not enter any sperm link in the comment box

Post a Comment (0)

Previous Post Next Post