Zerodol-SP Tablet Uses, Side Effects, Price | zerodol sp composition

Zerodol-SP Tablet Uses, Side Effects, Price | zerodol sp composition

                                 



সাধারণ তথ্য:-

Ipca company-দ্বারা, তিনটি কম্পোজিশনের কম্বিনেশনে zerodol sp tablet টি তৈরি হয়েছে।

যেখানে কম্পোজিশন স্বরূপ আছে-


Aceclofenac (100mg)+ Paracetamol (325mg)+ Serratiopeptidase (15mg),

ঔষধ টির দাম MRP হলো-১২০ টাকা,

তবে দর্শক বন্ধুরা এই সেম কম্পোজিশনের Alternative Medicine পেতে পারেন।সেক্ষেত্রে ভয়ের কোন কারণ নেই, সমস্ত ঔষধের কাজ একই রকম, শুধুমাত্র আলাদা আলাদা নাম এমআরপি পেতে পারেন,

Zerodol Sp Tablet Uses:-

 প্রথমে আপনাদেরকে বলেছি madicine টি ৩টি ভিন্ন কম্পোজিশন দিয়ে তৈরি,যেখানে-


1.aceclofena-নন-স্টেরয়েড anti-inflammatory drug এবং paracetamol- antipyretic drug

যার মেইনলি কাজ হচ্ছে-শরীরের বিভিন্ন অংশের মাংসপেশির ব্যথা সেই সঙ্গে গলার, কান, নাক, এবং দাঁতের ইত্যাদি অংশের ব্যথা কে কমিয়ে ফেলে।

2.আর paracetamol-কাজ হল?

শরীরের উষ্ণতা Temperature কেউ কমিয়ে ফেলে।

⇛দর্শক বন্ধুরা আরেকটি কম্পিটিশন দেখতে পাচ্ছেন-

3.Serratiopeptidase-কাজ হল?

যেটি কিনা শরীরের কোন অংশে লাগার ফলে হঠাৎ করে ফুলে যাওয়া, সেই ফুলে যাওয়া অংশকে দ্রুত কমিয়ে ফেলে।

🖕অবশ্য আপনারা বুঝতে পারলেন এই তিনটি কম্পোজিশনের মেইন মেইন কাজ.......

⛔ZERODOL SP TABLET-আর কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে?

*এছাড়া শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা কেউ দ্রুত কমিয়ে ফেলে,

*শরীরের কোন অংশে চোট খাওয়া ব্যথা কেউ দ্রুত কমিয়ে ফেলে,


*তাছাড়া দাঁত,কান,গলা,পিঠ ইত্যাদি অংশের ব্যথা অনুভূতি করলে এই ঔষধটি খাওয়ার ফলে দ্রুত ব্যথা কমে যায়।

  শরীরের কোন অংশে অপারেশন করার পর ডাক্তারবাবুরা এই ঔষধটি ব্যবহার করে থাকেন,

📣সুতরাং এক কথায় যদি আপনাকে বলা হয়- যদি কোনো পেশেন্টের শরীরের বিভিন্ন অংশের ব্যথা, জ্বর ও ফোলা ভাব থাকে ইত্যাদি সমস্যাকে দ্রুত কমিয়ে ফেলে zerodol-sp ট্যাবলেট ।

এছাড়াও এই ঔষধটি ডাক্তারবাবুরা আরো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকেন,

⚡এরপর আপনাদেরকে বলবো যে 

⛔ZERODOL SP TABLET-সঠিক খাওয়ার নিয়ম কি আছে?

প্রিয় দর্শক দেখুন এই ঔষধটি প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের ক্ষেত্রে মেইনলি ব্যবহার করা হয়, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে ডাক্তারবাবুরা ১৫ বছরের উপর থেকে প্রেসক্রিপশন করে থাকেন.

*সেই সঙ্গে ঔষধটি দিনে দুবার নেওয়া যেতে পারে ভর্তি পেটে,

***অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন এর নিয়ম অনুযায়ী আপনারা ব্যবহার করবেন।


⛔ ZERODOL SP TABLET কি কি সাইড ইফেক্ট হতে পারে?

প্রিয় দর্শক ঔষধটি যদি দীর্ঘদিন ধরে আপনারা খেতে থাকেন,

আপনার শরীরে বিভিন্ন রকম রোগের সম্ভাবনা দেখা দিতে যেমন ধরুন এলার্জি আসতে পারে, প্রচন্ড এসিডিটি হতে পারে, হঠাৎ শরীরের ওজন কমে যেতে পারে, লিভার ও কিডনির সমস্যা দেখা দিতে পারে,

তবে এছাড়াও যদি আপনাদের শরীরে বড় কোনো ধরনের অসুবিধা দেখা দেয় অতি অবশ্যই ডক্টর বাবুর কাছে শরণাপন্ন হবেন,


 ⚡ আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর?

   1. এই ঔষধটি কি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে?

   Ans-Zerodol-sp ট্যাবলেট কি গর্ভবতী মায়েদের ব্যবহার করা হয় না, তবে সিজার অপারেশনের পর এই ট্যাবলেটটি কিছু কিছু ক্ষেত্রে ডক্টর বগুড়া ব্যবহার করে থাকেন।


2. এলকোহল সেবনের পর ঔষধ কি ব্যবহার করা যায় কিনা? 

Ans.-alcohol সেবনকারী ব্যাক্তির এই ঔষধটি ব্যবহার না করাই ভালো সে ক্ষেত্রে শরীরের ক্ষতি হতে পারে।

3. কত বছর বয়স থেকে ঔষধ কি খাওয়া যেতে পারে? 

Ans-13-14 বছরের উপর থেকে ডক্টর বাবু রায় প্রেসক্রিপশন করে থাকেন।

4. ঔষধ টি কতবার খাওয়া যেতে পারে দিনে?

Ans-সাধারণত ঔষধটি ডাক্তার বাবুরা দুবার থেকে তিনবার দিয়ে থাকেন।


সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করব ব্লক কি করে আপনারা অনেকটাই বুঝতেও জানতে পেরেছেন। যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমাদের এই ব্লগ পেজটিকে ফলো করতে পারেন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।

এবং blog টি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন।

অবশ্যই আপনি এবং আপনার পরিবারের সকলে ভাল থাকুন. নতুন আরেকটি blog নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী blog a. 


➥Thanks You 💓


Please do not enter any sperm link in the comment box

Post a Comment

Please do not enter any sperm link in the comment box

Post a Comment (0)

Previous Post Next Post